seo 2017 learn search engine optimization with smart internet marketing strategies,seo 2017 & beyond,seo 2017 tips,seo 2017 predictions,seo 2017 & beyond amazon,seo 2017 google,seo 2017 trends,এস ই ও,এস ই ও কি,এস ই ও টিপস,এস ই ও শিখুন ব্লগ , এস.ই.ও ব্লগিং ২০১৭,২০১৮
⇒আজ আমি আপনাদের সাথে ২০১৭ - ২০১৮ সালের এস ই ও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান নিয়ে পোষ্ট লিখবো । ওয়েব সাইট মালিকদের জন্য এই নতুন এস ই ও টেকনিক গুলো খুবই গুরুত্বপুর্ন ।
প্রতিবছরই গুগল তাদের ব্যাবসায়িক ও তার ইউজারদের কথা ভেবে নতুন নতুন এস ই ও টেকনিক উদ্ভাবন করে । যারা এডসেন্সে এড দেয় তারা এই নতুন এস ই ও টার্মের উপর বিড করে অর্থ প্রদান করে । কিন্তু আমরা যারা ব্লগিং করি তাদের এই এস ই ও টার্ম গুলো ব্যাবহার করে সাইটে ভিজিটর আনতে হবে ।
➧এস ই ও -২০১৭/১৮ঃ
১. গুগল এ এম পি (Google Amp= Accelerated Mobile Pages ) ।
২. ৩০১ রিডাইরেক্ট রোধ ।
৩. HTTPS চেকিং এরর ।
৪. লোকাল এস ই ও ।
৫. ভয়েস সার্চ ।
১. গুগল AMP:
২০১৭ তে গুগল এস ই ও ট্রেন্ডস এ বার বার করে এই প্রোজেক্টের কথা বলা হয়েছে । গুগল ইতিমধ্যেই নতুন এলগরিদম প্রকাশ করেছে যাতে, [ এ এম পি ] অন্তর্ভুক্ত সাইট সার্চ ইঞ্জিনে প্রথমে প্রাধান্য পাবে ।
তো আপনি যদি অন্যকে টেক্কা দিতে চান তবে এ এম পি আপনাকে চালু করতেই হবে ।
অনেকেই এ নিয়ে রিতিমত যুদ্ধ শুরু করে দিসেন । আরে ভাই থামেন । সমস্যা থাকলে সমাধান ও আছে ।
আপনার সাইট যদি ওয়য়ার্ডপ্রেস এ হয় তবে আপনি AMP Wordpress প্লাগিন টি ব্যাবহার করে সহজেই কাজ সমাধান করতে পারবেন । এ নিয়ে অন্য একদিন পোষ্ট করবো । একদিনে এতকিছু লেখা সম্ভব না ।
আর যদি ব্লগস্পটে হয় তখন?
আরে ভাই Amraito.Com থাকতে চিন্তা কিসের । নিচের লেখাটি ফলো করতে পারেন ।
আর অন্যান্য প্ল্যাটফর্ম যেমন (PHP , HTML ) দিয়ে করা সাইট নিয়ে আগামিতে আলোচনা হবে ।
আমাদের এস ই ও সিরিয়াল গুলো পড়ুনঃ
2 Comments
Write Commentsঅসাধারণ ছিল Post গুলো। অনেক ধন্যবাদ। পরবর্তী Post এর অপেক্ষায় রইলাম।
Replyঅসাধারণ ছিল Post গুলো। অনেক ধন্যবাদ। পরবর্তী Post এর অপেক্ষায় রইলাম।
ReplyReply EmoticonEmoticon