একটা বিশাল জেনারেশন একটা সময়ের বদলে যাওয়া গুলোকে দেখেছে। সরাসরি অভিজ্ঞতা করেছে। শৈশবে তারা ল্যান্ডফোনের দিনগুলো দেখেছে। চিঠি লিখেছে বাবা-চাচাকে, আত্মীয় স্বজন, বন্ধু- বান্ধবদের, তারপর আরেকটু বড় হয়ে এন্টেনায়ালা মোবাইলের ১৫ টাকা কলরেটের দিনগুলোকেও তারা দেখেছে। অভিজ্ঞতার সাক্ষী হয়েছে।
Download Now: Ta Jani Na - Minar Rahman | Music Producer: Sajid Sarker
এই একই জেনারেশন টাই এখন স্মার্টফোন ব্যবহার করছে। ফেসবুক, ওয়াটসআপ, ভাইবার, মেসেঞ্জার আরও কত কি। এই একই জেনারেশন টাই বইয়ের পাতা উল্টিয়ে নতুন বইয়ের গন্ধে বিমোহিত হয়ে নিজেদের কল্পনার সাগরে ভাসিয়ে দিয়েছে। আবার এখন অনেকেই কিনডেলে বই পড়ছে। আরও অনেক কিছু নিয়ে সময়ের এই বদলে যাওয়াটা এই বিশাল জেনারেশন টাই দেখেছে।
তাদের আগের জেনারেশনও ওভাবে সময়ের এই বদলে যাওয়াকে দ্যাখেনি। এবং এই বদলে যাওয়া সময়টা কে দেখবে না একদম সদ্য নতুন প্রজন্ম।
বদলে যাওয়া এই সময়গুলোর, এই change গুলোর একমাত্র সাক্ষী ওই একটা বিশাল জেনারেশনই।
আশেপাশে তাদের অনেক কিছু। অনেক অপশন। তারা চাইলেই ল্যান্ডফোনের দিনগুলোতে ফিরে যেতে পারে। আবার চাইলেই যেকোনো সময় দূরদেশে থাকা বন্ধূকে ওয়াটসাঅ্যাপ এ ফোন দিতে পারে। চাইলেই প্রিয় মানুষটাকে চিঠি লিখতে পারে অথবা মেসেঞ্জারেই বার্তা পৌঁছে দিতে পারে। চাইলেই ক্যাসেট প্লেয়ারে, সিডি প্লেয়ারে গান শুনতে পারে অথবা নিজের স্মার্টফোনে মুহূর্তেই নামিয়ে নিতে পারে মিউজিক অ্যাপ্স। চাইলেই ভিসিয়ার, ভিসিডির দিনগুলোতে ফিরে যেতে পারে আর নাহলে ইউটিউব তো আছেই। কারন তারা এই সবকিছুরই অভিজ্ঞতার সাক্ষী।
হাঁ, একদিকে তারা প্রচণ্ড ভাগ্যবান জেনারেশন। কারন তারা পৃথিবীর বদলে যাওয়ার সাক্ষী।
আর অন্যদিকে হয়ত এই কারণেই, এই বিশাল জেনারেশনের তারা, অনুভুতির দিক থেকে একটি দ্বিধার যাত্রা পার করছে। ফেইসবুক নিউজ ফিড স্ক্রল ডাউন করেই যাচ্ছে, বুঝতে পারছে না কোথায় গিয়ে থামবে। টিভিতে চ্যানেল বদলেই যাচ্ছে, বুঝতে পারছে না কি দেখবে। হয়ত জীবনের মুহূর্ত গুলো তারা অনুধাবন করছে কিন্ত কোন সিদ্ধান্তে আসতে পারছে না।
তাদের মন বলে, তারা বলতে পারে না।
তারা চোখ বন্ধ করে রাখে, কিন্ত ঘুম আসে না।
তারা ভালোবাসতে চায় কিন্ত কেন তবু ভুল করেও তারা ভালোবাসে না
তারা তা জানে না ...
- মিনার রহমান
(ফেসবুক পেজ থেকে)
তাদের আগের জেনারেশনও ওভাবে সময়ের এই বদলে যাওয়াকে দ্যাখেনি। এবং এই বদলে যাওয়া সময়টা কে দেখবে না একদম সদ্য নতুন প্রজন্ম।
বদলে যাওয়া এই সময়গুলোর, এই change গুলোর একমাত্র সাক্ষী ওই একটা বিশাল জেনারেশনই।
আশেপাশে তাদের অনেক কিছু। অনেক অপশন। তারা চাইলেই ল্যান্ডফোনের দিনগুলোতে ফিরে যেতে পারে। আবার চাইলেই যেকোনো সময় দূরদেশে থাকা বন্ধূকে ওয়াটসাঅ্যাপ এ ফোন দিতে পারে। চাইলেই প্রিয় মানুষটাকে চিঠি লিখতে পারে অথবা মেসেঞ্জারেই বার্তা পৌঁছে দিতে পারে। চাইলেই ক্যাসেট প্লেয়ারে, সিডি প্লেয়ারে গান শুনতে পারে অথবা নিজের স্মার্টফোনে মুহূর্তেই নামিয়ে নিতে পারে মিউজিক অ্যাপ্স। চাইলেই ভিসিয়ার, ভিসিডির দিনগুলোতে ফিরে যেতে পারে আর নাহলে ইউটিউব তো আছেই। কারন তারা এই সবকিছুরই অভিজ্ঞতার সাক্ষী।
হাঁ, একদিকে তারা প্রচণ্ড ভাগ্যবান জেনারেশন। কারন তারা পৃথিবীর বদলে যাওয়ার সাক্ষী।
আর অন্যদিকে হয়ত এই কারণেই, এই বিশাল জেনারেশনের তারা, অনুভুতির দিক থেকে একটি দ্বিধার যাত্রা পার করছে। ফেইসবুক নিউজ ফিড স্ক্রল ডাউন করেই যাচ্ছে, বুঝতে পারছে না কোথায় গিয়ে থামবে। টিভিতে চ্যানেল বদলেই যাচ্ছে, বুঝতে পারছে না কি দেখবে। হয়ত জীবনের মুহূর্ত গুলো তারা অনুধাবন করছে কিন্ত কোন সিদ্ধান্তে আসতে পারছে না।
তাদের মন বলে, তারা বলতে পারে না।
তারা চোখ বন্ধ করে রাখে, কিন্ত ঘুম আসে না।
তারা ভালোবাসতে চায় কিন্ত কেন তবু ভুল করেও তারা ভালোবাসে না
তারা তা জানে না ...
- মিনার রহমান
(ফেসবুক পেজ থেকে)
গানের লিরিকঃ
তুমি আমি একসাথে রোদে মাখা বৃষ্টি দেখেছি
উড়ে চলা গাংচিলে শত শত স্বপ্ন এঁকেছি
পড়ে থাকা নীল খামে আকাশকে চিঠি লিখেছি
ধুলো পড়া রাজপথে ঘুরে ঘুরে সাক্ষী রেখেছি
ঘুনে ধরা ডায়েরীতে কত কত কাব্য লিখেছি
মুঠো মুঠো উল্লাসে স্মৃতি জুড়ে গল্প কিনেছি
আমার চোখ জুড়ে যা দেখছো তা নয় কোন ছলনা
তোমার মিষ্টি হাসিতে যা বলছ তা বুঝেও বুঝিনা
তুমি আমি একসাথে ভুলে ভরা জোছনা দেখেছি
অভিমানি ক্যানভাসে মুছে যাওয়া কান্না এঁকেছি
মিছে মিছে ঘুম হয়ে জেগে থাকার গল্প লিখেছি
আমার মন বলে আমি বলছি না
তোমার বন্ধ চোখে ঘুম আসছে না
কেন ভুল করেও ভালোবাসছি না
তা জানি না
তা জানি না
আমি উড়ে উড়ে কোনখানে যাব জানিনা
জানি ডাকবেই আবার তোমার ঠিকানা।
'তা জানি না'
কথা, সুর, কণ্ঠঃ মিনার রহমান
সঙ্গিতায়জনঃ সাজিদ সরকার
মিউজিক ভিডিওঃ তানিম রহমান অংশু
রেকর্ড লেবেলঃ গাংচিল মিউজিক
তুমি আমি একসাথে রোদে মাখা বৃষ্টি দেখেছি
উড়ে চলা গাংচিলে শত শত স্বপ্ন এঁকেছি
পড়ে থাকা নীল খামে আকাশকে চিঠি লিখেছি
ধুলো পড়া রাজপথে ঘুরে ঘুরে সাক্ষী রেখেছি
ঘুনে ধরা ডায়েরীতে কত কত কাব্য লিখেছি
মুঠো মুঠো উল্লাসে স্মৃতি জুড়ে গল্প কিনেছি
আমার চোখ জুড়ে যা দেখছো তা নয় কোন ছলনা
তোমার মিষ্টি হাসিতে যা বলছ তা বুঝেও বুঝিনা
তুমি আমি একসাথে ভুলে ভরা জোছনা দেখেছি
অভিমানি ক্যানভাসে মুছে যাওয়া কান্না এঁকেছি
মিছে মিছে ঘুম হয়ে জেগে থাকার গল্প লিখেছি
আমার মন বলে আমি বলছি না
তোমার বন্ধ চোখে ঘুম আসছে না
কেন ভুল করেও ভালোবাসছি না
তা জানি না
তা জানি না
আমি উড়ে উড়ে কোনখানে যাব জানিনা
জানি ডাকবেই আবার তোমার ঠিকানা।
'তা জানি না'
কথা, সুর, কণ্ঠঃ মিনার রহমান
সঙ্গিতায়জনঃ সাজিদ সরকার
মিউজিক ভিডিওঃ তানিম রহমান অংশু
রেকর্ড লেবেলঃ গাংচিল মিউজিক
1 Comments:
Write CommentsTest comment
Replylalala
Reply EmoticonEmoticon