[Serial Tutorial-2] আমি হব প্রোগ্রামার । (HTML ট্যাগ ও ইলিমেন্ট )

[Serial Tutorial-1] আমি হব প্রোগ্রামার । (HTML)
HTML এ প্রোগ্রাম লেখার জন্য <> এবং দুইটা চিহ্ন এবং এর মধ্যে কিছু Word যেমন html, head, title, body ইত্যাদি Keyword ব্যবহার করা হয়। <> বা চিহ্ন এবং এর মাঝে লেখা একটি Keyword কে একত্রে ট্যাগ বলা হয়। যেমন এবং । হল body শুরু ট্যাগ এবং হল body শেষ ট্যাগ।

You must read: 

[সিরিয়াল টিউটোরিয়াল] - পার্ট- ৪- সহজে শিখি এস ই ও । (নেভিগেশান ও ইউনিক কন্টেন্ট)

[সিরিয়াল টিউটোরিয়াল] - পার্ট-৩ - সহজে শিখি এস ই ও । ( লিংক স্ট্রাকচার )


HTML এর সাধারন ট্যাগ সমূহ:

Tags: প্রোগ্রামিং শেখার বই,প্রোগ্রামিং শেখার উপায়,প্রোগ্রামিং শেখার ইবুক,প্রোগ্রামিং শেখার বই pdf

ট্যাগ সমূহ ও এর বর্ণনাঃ

  1. <html> </html> = HTML ডকুমেন্ট নির্দেশ করে।


  2. <head></head> = প্রোগ্রামের head অংশ নির্দেশ করে ।


  3. <title></title> = ডকুমেন্ট টাইটেল নির্দেশ করে।


  4. <body></body> = প্রোগ্রামের মূল content অংশ নির্দেশ করে।


  5. <a></a> = Anchor ট্যাগ।


  6. <abbr></abbr> = Abbreviation ট্যাগ।


  7. <b></b> = Bold টেক্সট নির্দেশ করে।


  8. <i></i> = Italic টেক্সট নির্দেশ করে।


  9. <big></big> = স্বাভাবিকের চেয়ে বড় টেক্সট নির্দেশ করে।


  10. <small></small> = স্বাভাবিকের চেয়ে ছোট টেক্সট নির্দেশ করে।


  11. <blockquote> </blockquote> = বিশেষ উদ্ধৃতি প্রকাশ করতে ব্যবহৃত হয়।


  12. <br / > = একটা লাইন ব্রেক তৈরি করে ।


  13. <code></code> = কম্পিউটার কোড টেক্সট প্রকাশ করে।


  14. <table></table> = টেবিল তৈরিতে ব্যবহৃত হয়।


  15. <col></col> = টেবিলের কলাম তৈরিতে ব্যবহৃত হয়।


  16. <td></td> = টেবিলের সেল তৈরিতে ব্যবহৃত হয়।


  17. <tr></tr> = টেবিলের সারি তৈরিতে ব্যবহৃত হয়।


  18. <form></form> = ফরম তৈরিতে ব্যবহৃত হয়।


  19. <h1></h1> = হেডার ট্যাগ 1-6 পর্যন্ত হয়।


  20. <hr/> = সমান্তরাল রেখা তৈরি করে।


  21. <img/> = ছবি যুক্ত করতে ব্যবহৃত হয়।


  22. <input></input> = ফরমের ইনপুট ফিল্ড তৈরিতে ব্যবহৃত হয়।


  23. <li></li> = লিষ্ট তৈরিতে ব্যবহৃত হয়।


  24. <meta></meta> = Meta ট্যাগ


  25. <ol></ol> = অর্ডার লিষ্ট তৈরিতে ব্যবহৃত হয়।


  26. <ul></ul> = আনঅর্ডার লিষ্ট তৈরিতে ব্যবহৃত হয়।


  27. <p></p> = প্যারাগ্রাফ নির্দেশ করে


  28. <pre></pre> = pre-formatted টেক্সট তৈরিতে ব্যবহৃত হয়।


  29. <tt></tt> = টেলিটাইপ টেক্সট নির্দেশ করে।


  30. <strong></strong> = Strong টেক্সট নির্দেশ করে।


  31. <sub></sub> = subscripted text নির্দেশ করে।


  32. <sup></sup> = superscripted text নির্দেশ করে।

 

HTML ইলিমেন্টঃ 

Tags: html, এইচটিএমএল প্রোগ্রামিং শেখার বই,সি প্রোগ্রামিং শেখা,সি প্রোগ্রামিং শেখার বই,কিভাবে প্রোগ্রামিং শেখা যায়
html ইলিমেন্ট হচ্ছে ট্যাগ এর ভেতর যে লেখাটি আপনি ওয়েব পেজে দেখাতে চান তা ।  । HTML এ যেকোন শুরু ও শেষ ট্যাগ এবং মাঝের অংশকে ইলিমেন্ট বলা হয়। যেমনঃ 

 <h1> This is an example of element.</h1> 

OUTPUT: This is an example of element.
এখানে <h1> হেডার1 শুরু এবং </h1> হেডার1 শেষ ট্যাগের মাঝে This is an example of element. লেখা হয়েছে, তাই <h1> This is an example of element.</h1> একটি ইলিমেন্ট। কিছু কিছু ট্যাগের কোন ইলিমেন্ট থাকে না যেমন <br /> ,<img /> ইত্যাদি ।
Start tag Element content End tag
<h1> My First Heading </h1>
<p> My first paragraph. </p>

# HTML elements with no content are called empty elements. Empty elements do not have an end tag, such as the <br> element (which indicates a line break).

ট্যাগঃ জাভা প্রোগ্রামিং শেখা,পাইথন প্রোগ্রামিং শেখা,প্রোগ্রামিং শেখা,সহজে প্রোগ্রামিং শেখা 

সাধারণতঃ যে সকল ট্যাগের শেষ ট্যাগ থাকে না তাদের ইলিমেন্টও থাকে না। এ ধরণের শুরু ট্যাগের মধ্যেই / চিহ্নটি অন্তর্ভূক্ত থাকে, এবং এর আগে একটা স্পেস দিতে হয় । 
নিচের এই এক্সাম্পল টি নোটপ্যাড বা আপনার পছন্দের এডিটরে বসিয়ে নিজে নিজে চেষ্টা করুন ।
প্রয়োজনে পুর্বের পোষ্ট টি দেখতে পারেন ।

[Serial Tutorial-1] আমি হব প্রোগ্রামার । (HTML)

Example:

Previous
Next Post »